১. ফল, ফুল ও শাকসবজির মান সস্পন্ন চারা কলম উৎপাদন ও বিতরণ করা ।
২. উফশী বিশুদ্ধ জাতের ফলের চারা কলম উৎপাদন ও ন্যায্য মূল্যে বিক্রয় করা।
৩. বিভিন্ন উফশী জাতের ফলের মাতৃবাগান সৃজন ও সংরক্ষণ করা ।
৪. সংশ্লিষ্ট এলাকার মানুষের পুষ্টি চাহিদা পূরণে চাহিদা ভিত্তিক ফল/ সবজির চারা কলম উৎপাদন ও বিতরণ করা ।
৫. ফলের উৎপাদন ও সরবরাহ বৃদ্ধিকরণে প্রদর্শনী বাগান সৃজন করা ।
৬. বছরব্যাপি ফল উৎপাদনের মাধ্যমে পারিবারিক পুষ্টি উন্নয়নে কৃষক কৃষাণিদের প্রশিক্ষণ প্রদান ও চারা কলম বিতরণ করা।
৭. নতুন দেশি বিদেশি উপযোগি উন্নত জাতের ফলের আবাদ সম্প্রসারণ করা ।
৮. গবেষনাগার কর্তৃক নতুন উদ্ভাবিত ফল ও সবজির চারা কলম সহজলভ্য করা ।
৯. কৃষক ও নার্সারিম্যানদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ প্রদান করা ।
১০. ফলের উৎপাদন বৃদ্ধি করণে কৃষি সম্প্রসারণ বিভাগকে সহায়তা করা ।
১১. এলাকায় সৃষ্ট বাগানসমুহের সমস্যা সমাধানে পরামর্শ দেওয়া।
১২. লাভজনক ফল বাগান সৃজনে নতুন উদ্যোক্তা সৃষ্টি করা ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS